ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সংস্কারকাজের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৫৩ এএম

টাঙ্গাইল শহরের জনগুরুত্বপূর্ণ সাতটি সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে এসব সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক, টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, স্টেডিয়াম ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে কাশেম প্রাইমারি স্কুলের ব্রিজ ও মেসের মার্কেট পর্যন্ত ১ দশমিক ৭ কিলোমিটার সড়ক, জেলা সদর সড়ক থেকে ভিক্টোরিয়া রোড পর্যন্ত ১৭২ মিটার সড়ক, আদালতপাড়া বাঁকা মিয়া ব্রিজ থেকে বাজিতপুর হাটখোলা পর্যন্ত ২ দশমিক ১৪ কিলোমিটার সড়ক, বাঁকা মিয়া ব্রিজ থেকে ফায়ার সার্ভিস রোড পর্যন্ত ২৫০ মিটার সড়ক, দীঘুলিয়া ব্রিজ থেকে ব্যাপারীপাড়া পর্যন্ত ৪৬০ মিটার সড়ক, বড় কালীবাড়ি থেকে আলীয়া মাদ্রাসা পর্যন্ত ৫৩০ মিটার সড়ক, থানাপাড়া ছয়আনী পুকুর থেকে বাজিতপুর টেক্সটাইল মোড় পর্যন্ত ৪৯০ মিটার সড়ক সংস্কার করা হবে। এসব সড়ক প্রতিনিয়ত কয়েক লক্ষাধিক মানুষ ব্যবহার করে থাকে।