লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২ মে) সন্ধ্যার আগে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
ওই দুই বাংলাদেশির মধ্যে একজন এবারের এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলাম। অপরজন রিমনের মামা মাজেদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম সন্ধ্যার আগে বাড়ির পাশে ছবি তুলতে যান।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়।
এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে, শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নেয় বিএসএফ।
এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে স্থানীয়রা।
এর আগে, বৃহস্পতিবার (১ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর পিপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হন।