ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

ভারতকে সামরিক জবাব দেওয়ার হুমকি পাকিস্তানের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:৫২ এএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। ছবি: সংগৃহীত

সিন্ধু নদে পানি প্রতিরোধ বা বাঁধ নির্মাণের চেষ্টা করলে ভারতকে সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। 

শুক্রবার জিও নিউজের জনপ্রিয় টকশো ‘নয়া পাকিস্তান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পানি থামানো একপ্রকার আগ্রাসন, যা লাখো মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে। এর জবাবে আমরা নিশ্চয়ই আঘাত করব।’

তিনি বলেন, ‘শুধু গুলি ছুড়লেই আগ্রাসন হয় না, পানি প্রবাহ বন্ধ করাও একটি নীরব কিন্তু মারাত্মক আগ্রাসন। যদি ভারত সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে, তাহলে সেই স্থাপনা আমরা সামরিকভাবে ধ্বংস করব।’

তবে খাজা আসিফ জানান, পরিস্থিতি নিয়ে আপাতত তারা আন্তর্জাতিক মহলে আলোচনার পথেই রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসলামাবাদ।

২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর হামলা চালায় লস্কর-ই-তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ এবং ভিসা বাতিলসহ একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে আকাশসীমা ও স্থলপথ বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ভারতীয়দের ভিসা বাতিল।

এই হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রতিরক্ষা বাহিনীকে ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। যদিও এখনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি, তবুও খাজা আসিফ মনে করেন- ‘যুদ্ধের হুমকি পুরোপুরি কেটে গেছে এমন ভাবার সময় এখনো আসেনি।’

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা শুধু রাজনৈতিক নয়, জলসম্পদ এবং কৌশলগত নিরাপত্তাকে ঘিরে বৃহৎ আঞ্চলিক সংঘর্ষের দিকে ইঙ্গিত করছে।