ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

গাজায় ‘সর্বাত্মক অভিযান’ চালাতে নেতানিয়াহুর অনুমোদন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:২৩ পিএম
গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘সর্বাত্মক সামরিক অভিযান’ পরিচালনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য প্রস্তুত হতে হাজার হাজার সৈন্যকে তলব করছে ইসরায়েল। 

শুক্রবার (২ মে) দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২, ওয়াইনেট, কান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌছানোর ব্যর্থতার মধ্যে গাজায় ‘সর্বাত্মক সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য কয়েক হাজার সৈন্যকে মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার একটি নিরাপত্তা পরামর্শ সভায় এ তিনি পরিকল্পনা করেন বলে জানা গেছে। গাজায় পরিকল্পিত এই আক্রমণের পর্যালোচনায় বলা হয়, এজন্য যথেষ্ট পরিমাণে সৈন্য সমাবেশের প্রয়োজন হবে। একই সঙ্গে আইডিএফ নিজেদের কঠোর তত্ত্বাবধানে উপত্যকায় তাদের মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে।

চ্যানেল ১২ জানিয়েছে, আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত নয়। কারণ ইসরায়েল জিম্মিদের বিষয়ে আলোচনায় আরও সময় দিতে চায়।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আগামী ১৩ থেকে ১৬ মে মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের আগে নতুন আক্রমণাত্মক অভিযানের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ওই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন।

চ্যানেল ১২ প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শুক্রবারে নেতানিয়াহু অনুমোদিত সামরিক পরিকল্পনার মন্ত্রিসভায় পাসের জন্য ভোটগ্রহণ হতে পারে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে গত দেড় মাস ধরে যুদ্ধ চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দাবি, তাদের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সকল সৈন্য প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, হামাস গাজার নিয়ন্ত্রক হিসেবে থাকতে পারবেন না।