ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

বাজারে প্রবেশের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১২:৫৮ পিএম
বাজার। ছবি: সংগৃহীত

দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যেকোনো সময় যেকোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল স. আমাদের দোয়া শিখিয়েছেন। প্রয়োজনের তাগিদে যখন বাজার, শপিংমল কিংবা দোকানপাটে যাই, তখনও আমরা দোয়া পড়তে পারি।

لَا اِلٰهَ اِلَّااللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ . لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ. يُحْيِيْ ويُمِيْتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ. بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰی كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.

উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়া মূতু বিয়াদিহিল খইর ওয়াহু ওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বদীর।

বাংলা অর্থ:

এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তিনি এক। তার কোনো শরিক নেই। সকল রাজত্ব তারই জন্যে। সকল প্রশংসা তারই। তিনিই জীবিত করেন, তিনিই মৃত্যু দেন। এবং তিনিই চিরঞ্জীব অমর। তিনি কখনো মৃত্যু বরণ করেন না। তার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। তিনিই সর্বশক্তিমান।

দোয়ার ফজিলত

মুহাম্মাদ ইবনে ওয়াসি (রহ.) থেকে বর্ণিত, আমি মক্কায় পৌঁছালে আমার ভাই সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর (রা.) আমার সঙ্গে দেখা করেন।

তিনি তাঁর বাবা থেকে, তাঁর দাদার সূত্রে আমার কাছে হাদিস বর্ণনা করেন যে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পড়ে, তার জন্য আল্লাহ তাআলা ১০ লাখ নেকি বরাদ্দ করেন, তার ১০ লাখ গুনাহ মাফ করেন এবং তার ১০ লাখ গুণ সম্মান বৃদ্ধি করেন। (তিরমিজি, হাদিস : ৩৪২৮)