ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

রুকুর তাসবিহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:০৪ পিএম
নামাজরত অবস্থায় মুসল্লি। ছবি: সংগৃহীত

আল্লাহ তাআলা মুমিনের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছেন। রুকু নামাজের গুরুত্বপূর্ণ ফরজ। রাসুলুল্লাহ (সা.) নামাজের রুকুতে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পড়েছেন। যাকে হাদিসে রুকুর তাসবিহ বলা হয়েছে। রুকুতে তিনবার তাসবিহ পড়া সুন্নত, পাঁচবার বা সাতবারও পড়া যায়। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত।

নিচে কয়েকটি তাসবিহ ও দোয়া উল্লেখ করা হলো-

উচ্চারণ: সুবহা না রব্বিয়াল আজিম।

বাংলা অর্থ: আমার প্রভু পবিত্র ও মহামহিম।

আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এ দোয়াটি বেশি বেশি পড়তেন-

বাংলা উচ্চারণ: সুবহানা কাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের রব, আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন।

বাংলা উচ্চারণ: আল্লা-হম্মা লাকা রাকাআতু ওয়াবিকা আমানতু ওয়া লাকা আসলামতু। খাশাআ লাকা সাময়ি, ওয়া বাসারি, ওয়া মুখখি ওয়া আজমি, ওয়া আসাবি।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার জন্যই রুকু করলাম, আপনার ওপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার কাছে অবনত আমার শ্রবণশক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মজ্জা, আমার অস্থি ও আমার শিরা-উপশিরা।

আবদুল্লাহ বিন আবি আওফা (রা.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, তিনি রুকুতে এ দোয়াটি বলতেন-

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু মিলউস সামায়ি, ওয়া মিলউল আরজি, ওয়া মিলউ মা শিইতা মিন শায়ইন বাদু। আল্লাহুম্মা তাহহিরনি বিসসালজি ওয়াল বারাদি, ওয়াল মা ইল বারিদি; আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ জুনুবি ওয়াল খাতায়া, কামা ইউনাক্কিস সাওবুল আবয়াজু মিনাল ওয়াসাখ।

বাংলা অর্থ: হে আল্লাহ, আপনার প্রশংসা আসমান পূর্ণ করে, জমিন পূর্ণ করে, আর এর পরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তা পূর্ণ করে। হে আল্লাহ, আমাকে পবিত্র করুন বরফ দিয়ে, শিলা দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে। হে আল্লাহ, আমাকে গুনাহ ও ভুল-ভ্রান্তি থেকে পবিত্র করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে নির্মল করা হয়। (মুসলিম, হাদিস: ৪৭৬)