ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

রুদ্ধশ্বাস জয়ে লা লিগার আশা বাঁচিয়ে রাখল রিয়াল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:২৯ পিএম
রিয়ালের গোল উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

প্রায় সব প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদের লা লিগার শিরোপা ধরে রাখার ক্ষীণ আশা টিকে রইল সেল্তা ভিগোর বিপক্ষে নাটকীয় জয়ের মাধ্যমে। ঘরের মাঠে ৩-২ গোলের এই কষ্টার্জিত জয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে।

ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং তরুণ তুর্কি আরদা গুলেরের অসাধারণ গোল ও অ্যাসিস্টে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের সুস্পষ্ট লিড নেয়। মনে হচ্ছিল, সহজেই জয় পেতে চলেছে লস ব্লাঙ্কোসরা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেল্তা ভিগো। জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গের দ্রুত দুটি গোলে তারা ব্যবধান কমিয়ে ৩-২ করে ফেলে। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় তারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও থিবো কোর্তোয়ার দৃঢ়তায় শেষ পর্যন্ত গোল পায়নি সেল্তা।

এই রুদ্ধশ্বাস জয়ের ফলে ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৭৫, যেখানে বার্সেলোনার পয়েন্ট ৭৯। এখন ফুটবল বিশ্ব অপেক্ষায় রয়েছে আগামী ম্যাচে এই দুই চিরশত্রুর মহারণের জন্য।

সেই ম্যাচটিই সম্ভবত নির্ধারণ করে দেবে এবারের লা লিগার চ্যাম্পিয়ন কে হবে। রিয়াল মাদ্রিদ যদি সেই ম্যাচ জিততে পারে, তবে তাদের শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো হবে। তবে হারলে বার্সেলোনার হাতেই উঠবে লিগ ট্রফি, এমনটাই ধরে নেওয়া যায়।

ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চাপে ছিল রিয়াল। সেল্তার আক্রমণ তাদের রক্ষণভাগে ভীতি সঞ্চার করে। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। 

শুরুর ধাক্কা সামলে উঠে ৩৩ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলের। এর পরপরই পাল্টা আক্রমণে এমবাপ্পে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পরও রিয়াল তাদের দাপট বজায় রাখে এবং ৪৮ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ লিডে পৌঁছে দেন। কিন্তু এরপরই নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। ৬৯ ও ৭৬ মিনিটে দুটি গোল করে সেল্তা ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। 

শেষদিকে সেল্তা সমতা ফেরানোর জন্য ঝাঁপিয়ে পড়লেও রিয়ালের রক্ষণভাগ শেষ পর্যন্ত তাদের ঠেকিয়ে রাখতে সক্ষম হয়। এই কঠিন জয়ের ফলে রিয়াল মাদ্রিদ আপাতত লা লিগার লড়াইয়ে টিকে রইল।