ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

ধর্মশালায় টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠাল লখনৌ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৭:৫১ পিএম
টস হেরে ব্যাটিংয়ে পাঞ্জাব। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ৫৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কিংস এলিভেন পাঞ্জাব এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং তারা কিংস এলিভেন পাঞ্জাবকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান।

টস জেতার পর লক্ষ্ণৌ-এর অধিনায়কের এই সিদ্ধান্ত মাঠের পরিস্থিতি এবং সম্ভাব্য আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ধর্মশালার পিচ সাধারণত পেসারদের জন্য সহায়ক হতে পারে, তাই প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে তারা এর সুবিধা নিতে চাইবে।

অন্যদিকে, কিংস এলিভেন পাঞ্জাব তাদের ব্যাটিং লাইনআপে থাকা শক্তিশালী ব্যাটসম্যানদের ওপর ভরসা করে বড় স্কোর গড়ার লক্ষ্য রাখবে। 

এই ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে উভয় দলকেই জয়ের জন্য ঝাঁপাতে হবে। অন্যদিকে কিংস এলিভেন পাঞ্জাবের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন শক্তিশালী ব্যাটসম্যান রয়েছেন, যারা পাওয়ারপ্লেতে ঝড় তুলতে সক্ষম। 


পাঞ্জাব কিংস একাদশ:

প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কোস স্টোইনিস, মার্কো জ্যানসেন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, জ়েভিয়ার বার্টলেট

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস একাদশ:

মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, দিগ্বেশ রাঠি, শার্দুল ঠাকুর, আবেশ খান, রবি বিষ্ণুই