ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শ্বাশুড়িকে হত্যার ঘটনায় মনির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার (৪ মে) বিকেলে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা জেলার সদর উপজেলার কোটবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের মো. সেলিমের পালক ছেলে। নিহত ফজিলা বেগম একই এলাকার মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে রাত ২টার দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রুনা আক্তারকে ছুরিকাঘাত করে মনির হোসেন। রুনার চিৎকারে মা ফজিলা বেগম ছুটে গেলে মনির হোসেন তার হাতে থাকা ছুরি দিয়ে ফজিলাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা টের পেয়ে মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহতের আরেক মেয়ে তাসলিমা আক্তার মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পিবিআই পুলিশ মনির হোসেনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ জেলা পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গ্রেপ্তারের পর মনির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।