ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আরিয়ান স্ট্যালিন
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:৪১ এএম
রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি ছবি: সংগৃহীত

যতই সময় গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে পাক-ভারত যুদ্ধে জড়ানোর। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশকিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। তার ওপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধমকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা।

সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া। কাশ্মীর সীমান্ত থেকে প্রতিদিনই আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর। এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান।

রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। এ ছাড়াও, পাকিস্তানে ভারত হামলা চালাবে বলেও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি। 

এদিকে রোববার ভারতের এয়ার চিফ মার্শাল এপি সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে সূত্র।

এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন এর আগের দিনই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠীর সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন মোদি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 
সবশেষ শনিবার রাতেও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে। এর আগে টানা ১০ রাত দুই দেশের সেনাদের মধ্যে এমন সংঘাতের ঘটনা ঘটলেও, গত শনিবার রাতের ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ বলে দাবি করা হচ্ছে।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরজুড়ে রাতভর এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র। 

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ২ হাজার মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। এতদিন শুধু ভারত-পাকিস্তান সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এর ব্যাপ্তি থাকলেও এবার তা ছড়িয়েছে অন্য রাজ্যেও। গত শনিবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারসকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করেছে পাকিস্তান রেঞ্জারস। খবর এনডিটিভি। আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারসের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তবে বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে। জবাবে দুদেশের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িবহর জাতীয় সড়ক ৪৪ ধরে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে।

শনিবার ভারতে পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে দেশটির ব্যবসায়ীরা। এর পাল্টা জবাবে এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের জাহাজ প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।

পাকিস্তানের নৌ মন্ত্রণালয় জানায়, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ নিষিদ্ধ ঘোষণা করে ও পর্যটক শূন্যতাসহ নানা ইস্যুতে দুদেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভেঙে পড়ছে ভারত ও পাকিস্তানে। 

এ পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ভারত-পাকিস্তান সফরে আসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন নিমেষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম; কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী। ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধবিমানকে আটকাতে বা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

ভারতের ‘সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প’সংক্রান্ত অপপ্রচারের জবাবে নিয়ন্ত্রণরেখা (এলওসি) ঘেঁষা বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়।

রোববারের মতো আজ সোমবার এই দুই দিন ধরে এলওসি এলাকা পরিদর্শনে যান বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

পেহেলগাম হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। 

ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়েও বেশি পানি ছাড়ছে বলে অভিযোগ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীর এলাকার বাসিন্দাদের। এতে ঝিলাম নদীর পানির স্তর বেড়ে বন্যার শঙ্কায় হাজার হাজার মানুষ।

কোনো ধরনের আগাম বার্তা ছাড়া মাঝে মধ্যেই ভারত পানি ছেড়ে দেওয়ায় আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের ঝিলাম নদীর তীরে বাড়ছে পানির স্তর। বন্যার শঙ্কায় উদ্বেগের মধ্য দিয়ে দিন পাড় করছেন অঞ্চলটির হাজার হাজার বাসিন্দা।