অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর প্রধান আয়াল জমির।
তিনি জানান, ‘এই সপ্তাহে আমরা গাজায় আমাদের অভিযান তীব্র ও সম্প্রসারিত করতে হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছি।’
সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের গাজা ছাড়াও লেবানন, পশ্চিম তীর এবং সিরিয়া সীমান্তের মতো অন্যান্য ফ্রন্টেও মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
হামাসের হাতে থাকা অনেক জিম্মি এরই মধ্যে নিহত হয়েছে। যাদের মুক্ত করা সম্ভব হয়েছে, তাদের অধিকাংশই যুদ্ধবিরতির সময় ছাড়া হয়েছে।
আইডিএফ প্রধান জমির বলেন, ‘আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে আনার চাপ বাড়াচ্ছি এবং হামাসকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আমাদের বাহিনী গাজার আরও গভীরে অভিযান চালাবে। মাটির ওপরে ও নিচে থাকা হামাসের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা হবে।’
সূত্র: আলজাজিরা