ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:৫৩ এএম
পেরুতে উদ্ধার হওয়া ১৩ খনি শ্রমিকের মরদেহ। ছবি: সংগৃহীত

পেরুর একটি সোনার খনি থেকে অপহৃত ১৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দেশটির পাটাজ প্রদেশে অবস্থিত ‘পোডেরোসা’ নামের একটি খনি কোম্পানিতে কাজ করতেন।

এ কোম্পানিতে প্রায় ৮ হাজার কর্মী কাজ করেন। 

কোম্পানিটি পেরুর রাজধানী লিমার উত্তরে অবস্থিত। কয়েক দিন আগে সংঘবদ্ধ একটি অপরাধী চক্র এই শ্রমিকদের অপহরণ করে। খনি দখল করতে গিয়েই এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অপরাধীরা শ্রমিকদের খনির একটি সুড়ঙ্গের ভেতরে আটকে রাখে এবং প্রায় এক সপ্তাহ ধরে তাদের পরিবারকে হুমকি দিতে থাকে। পরে খুঁজে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শ্রমিকদের কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি অপহরণকারীরাই ধারণ করেছে। কেন তাদের হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

‘পোডেরোসা’ কোম্পানি জানিয়েছে, তারা পুলিশের গাফিলতিতে হতাশ। কোম্পানির মতে, এই অঞ্চলে সহিংসতা দ্রুতগতিতে বেড়ে চলেছে এবং সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। 

গত কয়েক বছরে পেরুতে অবৈধ খনি দখলের জন্য অপরাধী গোষ্ঠীর হামলা অনেক বেড়ে গেছে। এর আগে, ২০২০ সাল থেকে পোডেরোসার একাধিক খনি জোরপূর্বক দখল করে নিয়েছে এমন গোষ্ঠী, যার ফলে কোম্পানিকে কিছু কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

গত মার্চ মাসে পাটাজ জেলার লা সিয়েনাগা এলাকায় এক খনি প্রকল্পে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। একই সময় একটি বিদ্যুৎ টাওয়ার উড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে খনিতে বিদ্যুৎ সরবরাহ হতো। এর পরপরই আরও কয়েকটি খনি স্থাপনায় হামলার চেষ্টা চালানো হয়।

পেরু বিশ্বের অন্যতম সোনা উৎপাদক দেশ। বছরে দেশটি ১০০ টনের বেশি সোনা উত্তোলন করে, যা বিশ্ব বাজারের প্রায় ৪ শতাংশ। কিন্তু সম্প্রতি এই শিল্প অপরাধীদের কারণে বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়েছে। কোম্পানির দাবি, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে খনিশ্রমিকদের জীবন এবং দেশের অর্থনীতি- দুটোই বড় বিপদের মুখে পড়বে।