আসিয়ান আঞ্চলিক ব্লক ও চীন মুক্ত-বাণিজ্যের জন্য প্রস্তুত। শীঘ্রই এ নিয়ে চুক্তি সম্পন্নে আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার রপ্তানির উপর সম্ভাব্য শুল্ক হ্রাসের বিষয়ে আরও আলোচনা করতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে জুলাই মাস থেকে ২৪ শতাংশ শুল্ক হার কার্যকর হবে।
তিনি বলেন, চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধের কারণে চলতি বছরে মালয়েশিয়া ৪.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না।
দক্ষিণ-পূর্ব এশীয় ১০ দেশের জোট আসিয়ানের প্রেসিডেন্ট-রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আসিয়ান আঞ্চলিক ব্লক ও চীন মুক্ত-বাণিজ্যের জন্য প্রস্তুত। শীঘ্রই এ নিয়ে চুক্তি সম্পন্নে আলোচনা হতে যাচ্ছে।
আসিয়ান রাষ্ট্রগুলো হলো- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, লাও পিডিআর, মিয়ানমার ও কম্বোডিয়া।