ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দিলেন তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:৪৩ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে বিমানবন্দরে পোঁছে দিচ্ছেন তারেক রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের উদ্দেশে লন্ডনের ছেলে তারেক রহমানের বাসা থেকে যাত্রা শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তাকে বিমানবন্দরে পোঁছে দিচ্ছেন তারেক রহমান।

একটি প্রাইভেট কারে নিজে ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে আসতে দেখা গেছে ।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার (৫ মে) বিকাল চারটা প‌নে‌রো মি‌নি‌টে হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বু‌লেন্স রওনা হওয়ার কথা বিএনপির চেয়ারপারসনের।

এদিকে, খা‌লেদা জিয়া‌কে বিদায় জানাতে সোমবার সকাল থে‌কেই লন্ডনে জড়ো হয়েছেন ইউরো‌পের বি‌ভিন্ন দেশ ও যুক্তরা‌জ্যের বি‌ভিন্ন শহর আসা বিএন‌পির নেতাকর্মীরা।

নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা এসেছেন।