ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ষড়যন্ত্র করে আ.লীগের লাভ হবে, জামায়াতের নয়: ফারুক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:০৯ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগের। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী।

এ প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে।

তিনি যোগ করেন, সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ।

তারেক রহমান খালাস পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক।