ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

এবার কন্যা সন্তানের বাবা হলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:০৭ পিএম
মেহেদী হাসান মিরাজ ও তার স্ত্রী। ছবি- সংগৃহীত

পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমর্থকদের এই খুশির খবরটি দেন তিনি।

মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রণয়ের পর খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেন মিরাজ। বিয়ের এক বছর পর তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান। তারা সেই সন্তানের নাম রাখেন মুদ্দাসসির হাসান ওয়াফিক।

এদিকে, খুশির এ সময়ে পরিবারের সঙ্গে হয়তো খুব বেশি দিন থাকতে পারবেন না মিরাজ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মূল দলে না থাকলেও সেখানে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন এই অলরাউন্ডার।