ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

‘ভারত জেদি শিশুর মতো’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০২:৫৩ পিএম
পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারতের প্রতিক্রিয়া নিয়ে কড়া মন্তব্য করেছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেন, ‘ভারতের আচরণ জেদি শিশুর মতো। তারা শান্তির পথে না গিয়ে একতরফা অভিযোগ করছে।’

তিনি প্রশ্ন করেন, ‘কাশ্মীরে এক মিলিয়ন সেনা মোতায়েন থাকার পরও যদি হামলা হয়, তাহলে তা বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা। ভারতের নিজস্ব নিরাপত্তা বিশ্লেষকরাও এ কথা বলছেন।’

আহসান ইকবাল সন্দেহ প্রকাশ করেন, ২২ মে ঘটে যাওয়া হামলার পেছনে অন্য কোনো নাটক লুকিয়ে থাকতে পারে। 

তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানের দিকে কুদৃষ্টি দেয়, তাহলে আমরা দ্বিগুণ শক্তি দিয়ে জবাব দেব। পাকিস্তান শান্তি চায়, কিন্তু আমরা দুর্বল নই।’

তিনি আরও বলেন, এমন হামলা নিয়ে নাটক সাজিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো উচিত নয়। বরং একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া দরকার।