জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের এই দৌড়ে তার সাথে আরও আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
সিলেট টেস্টে বল হাতে মিরাজ দেখিয়েছেন ঘূর্ণি জাদু । প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও একই কৃতিত্ব অর্জন করেন তিনি। ফলে ম্যাচে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই স্পিন অলরাউন্ডার।
এরপর চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতেও জ্বলে ওঠেন মিরাজ। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০৪ রান) হাঁকান তিনি। এখানেই শেষ নয়, বল হাতেও প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে দলের ইনিংস ও ১০৬ রানের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও জেতেন।
অন্যদিকে, নারীদের খেলায় এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।