ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ২০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস।
ম্যাচের শুরুতে টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রতিপক্ষ দলের অধিনায়ক প্যাট কামিন্স। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি।
এদিন দলের প্রথম সারির ব্যাটসম্যানরা হায়দরাবাদের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় রানের দিকে এগোতে ব্যর্থ হয় দলটি।
ট্রিস্তান স্টাবসের ৩৬ বলে ৪১ রান ও আশুতোষ শর্মার ২৬ বলে রানের সুবাদে দলীয় ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে এদিন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও অভিষেক পোরেল পুরোপুরোই ব্যর্থ ছিলেন।
এদিকে বল হাতে প্যাট কামিন্স তুলে নেন ৩ উইকেট, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা একটি করে উইকেট তুলে নেন।