ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ইন্টার ম্যাচের আগে বার্সা শিবিরে স্বস্তির নিঃশ্বাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:৫৩ পিএম
বার্সেলোনার সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বার্সেলোনা। দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির প্রত্যাবর্তন সমর্থকদের জন্য এনেছে স্বস্তির নিঃশ্বাস । 

গত মাসে এই চোটের জন্য তিনি কোপা দেল রে’র ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি রবার্ট লেভানডভস্কি। যেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা।

প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ ড্রয়ের ম্যাচেও তার অভাব অনুভূত হয়েছিল। তবে, অনুশীলনে যোগ দেওয়ার পর কোচ তাকে স্কোয়াডে রেখেছেন, যা দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে। 

এই মৌসুমে ৪০টি গোল করা লেভানডভস্কির উপস্থিতি সান সিরোতে বার্সার জয়ের সম্ভাবনা বাড়াতে পারে।

লেভানডভস্কির প্রত্যাবর্তনের পাশাপাশি বার্সার জন্য খারাপ খবরও রয়েছে। দলের নির্ভরযোগ্য বাঁ-পাশের ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে এখনও পুরোপুরি ফিট নন এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠের বাইরে থাকবেন। 

তার লক্ষ্য এখন পরবর্তী এল ক্লাসিকোতে ফেরা। রক্ষণভাগের ডান দিকেও সমস্যা রয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জুল কুন্দেও এই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না।

গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন চ্যাম্পিয়নস লিগের জন্য নিবন্ধিত না হওয়ায় এই ম্যাচে তাকেও পাবে না বার্সেলোনা। এছাড়াও মার্ক কাসাদো, পাবলো তোরে এবং দীর্ঘমেয়াদী চোটে থাকা মার্ক বেরনালও দলের বাইরে রয়েছেন।

এদিকে আগামী ৩১ মে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে বার্সেলোনাকে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে ইন্টার মিলানের ঘরের মাঠে।

তবে লেভানডভস্কির মতো একজন পরীক্ষিত গোলদাতাকে পাশে পাওয়াটা যে বার্সাকে আত্মবিশ্বাসী করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই।