ফজরের সময় হওয়ার সময়কে সুবহে সাদিক বলা হয়। সারা পৃথিবীর মুসলমানরা দৃশ্যমান আলামতের ওপর ভিত্তি করে সুবহে সাদিকের সময়টি বলেছেন।
সুবহে সাদিক হলো সেই ক্ষীণ আলো, যা পূর্ব আকাশে প্রকাশ পায় আর সাহরির সময় শেষ হয়ে যায়।
আল্লাহ কোরআনে সুবহে সাদিক সম্পর্কে বলেন, ‘আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত হয়।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৭)
সুবহে সাদিকের সময় ফজরের ওয়াক্ত শুরু হয় আর যখন সূর্য উদিত হয় তখন ফজরের ওয়াক্ত শেষ হয়। ওয়াক্ত শুরু ও শেষ হওয়ার ক্ষেত্রে সুবহে সাদিক ও সূর্যোদয় এক প্রকাশ্য আলামত। দুনিয়ার মুসলিম সমাজ এ আলামতের ভিত্তিতেই বছরব্যাপী ফজর আদায় করেন এবং রমজানে সাহরি শেষ করেন।
আধুনিক জোতির্বিজ্ঞানীরা সুবহে সাদিকের বিভিন্ন ডিগ্রির তাপমাত্রার কথা বলেছেন। সুবহে সাদিক কত ডিগ্রিতে উদিত হয়, গবেষণার মাধ্যমে তা জানা যায়নি। তবে পুরাতন লেখায় পাওয়া যায় যে, তা ১৫ ডিগ্রিতে হয়। (মাখতুতাহ, আয়াসুফিয়া, ইস্তাম্বুল, ২৬৪৮, ওয়ারাক, ৫৬)
জোতির্বিজ্ঞানীদের দাবিসমূহ মান্যকর নয়। তবে তাদের দাবি ও প্রকাশ্য আলামতের সঙ্গে যদি অনেকবার মিলে যায়, তা হলে তাদের এ দাবি গ্রহণ করা যেতে পারে।