ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

বগুড়ায় আ.লীগ নেতাকে ডিবিতে সোর্পদ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:৪৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীরা আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন।

আটককৃত নেতার নাম  ডা.এস.এম মিল্লাত (৫০)। তিনি বগুড়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এর আগে রোববার (৪ মে) গাজীপুরে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ওপর হামলার পর বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ওই নেতাকে আটক করে সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ডিবির হাতে তুলে দেয়।

এ বিষয়ে বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার বলেন, ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি বলেনে, তিনি জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা  স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি। এ ছাড়া তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ।