ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

দাবালনের পর ভয়াবহ বন্যায় ডুবল ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:১৫ পিএম
ইসরায়েলে বন্যায় যান চলাচল বন্ধ। ছবি : ভিডিও থেকে নেওয়া

এবার ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দখলদার ইসরায়েলে। ডিমোনা এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৪ মে) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় প্রবেশ না করার জন্য অনুরোধ করেছে। প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া ‘জীবনের জন্য হুমকি’।

পুলিশ আরও জানিয়েছে, যারা ভ্রমণ করছেন বা হাইকিং করছেন তাদের অবশ্যই হালনাগাদ তথ্যের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য হালনাগাদের হটলাইন ১০১ অথবা পুলিশ চ্যাটবট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল তীব্র তাপদাহ ও দাবানালের কারণে ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এর সপ্তাহ না কাটতেই ইসরালের ভয়াবহ বন্যার দেখা দিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদপত্র মারিভের মতে, ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি সাধারণত সারা বছর ধরে দেখা যায়।