ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০১:০১ এএম
সাবেক ছাত্রলীগ নেত্রী মৌমিতা রহমান ঈপ্সিতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আইন বিভাগে সম্প্রতি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ২০২২ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

মৌমিতার এই নিয়োগকে ঘিরে বিইউপি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ক্যাম্পাসে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এবং শহিদদের স্মৃতির প্রেক্ষাপটে এই নিয়োগ প্রশ্নবিদ্ধ।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বিইউপির শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেন। সে সময় আইন বিভাগের শিক্ষার্থী জোবায়ের শহিদ ও মীর মুগ্ধ আন্দোলনে নিহত হন। এই প্রেক্ষাপটেই মৌমিতার নিয়োগ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

এনসিপি (ন্যাশনাল ক্যাম্পেইন ফর পিপলস) এর একজন সংগঠক ও বিইউপির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মনসুর তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “৫ আগস্ট জনগণ রায় দিয়েছিল এ দেশে কোনো লীগের অস্তিত্ব থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রীকে বিইউপিতে পুনর্বাসন করা হয়েছে।”

বিষয়টি নিয়ে বিইউপি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।