ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ পুল ও রাস্তা সংস্কার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:১০ এএম

পিরোজপুরের নেছারাবাদে স্থানীয় যুব সমাজ দীর্ঘদিন অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পুল এবং রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রম শুরু করেছে। উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জরাজীর্ণ পুল ও রাস্তার সংস্কার করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তারা নতুন উদাহরণ স্থাপন করছে। উদ্যোক্তারা জানান, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ পুল ও রাস্তার কারণে বর্ষায় চলাচল ছিল বিপজ্জনক। সরকারি উদ্যোগের অভাবে যোগাযোগ ব্যবস্থা অবহেলিত থাকায় গ্রামবাসীকে বিপদ ও ভোগান্তি পোহাতে হয়েছে। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে কাজ শুরু হওয়ার পর এলাকার মানুষ এখন স্বস্তি বোধ করছেন।

প্রতি শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা পারিশ্রমিকে কাজ করছেন তরুণরা। ইতোমধ্যে ছয়টি পুল সংস্কার সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবকরা হলেন- মো. সাইফুল ইসলাম, শরিফ মাসুদ পারভেজ, মহিউদ্দিন, ছালেক মিয়া, রুহুল আমিন, জাহাঙ্গীর, হাছান, সবুজ, পিয়াস, বুলেট, আলাউদ্দিন, সুলতান মিয়া ও ওসমান গনি প্রমুখ।

উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বরিশালে থাকলেও গ্রামের মাটি টানে। টাকা দিয়ে নয়, নিজেই শ্রম দিয়ে কাজ করি। যুব সমাজকে সঙ্গে নিয়ে কাজ চালানো এক নতুন উদ্দীপনা দেয়। আমরা বিশ্বাস করি, গ্রাম আমাদের, তাই উন্নয়নও আমাদের হাতেই করা উচিত।’

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আলবেরুনী সৈকত বলেন, ‘বলদিয়া ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। আমাদের উদ্যোগ কমপক্ষে চলাচলযোগ্য অবস্থা ফিরিয়ে এনেছে। এই প্রচেষ্টা এলাকার যুব সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য তারা আমাদের লিখিত আবেদন করেছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ। অনুমতি নিয়ে স্থানীয়রা কাঠের সেতুটি সংস্কার করছেন।’