ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:০১ এএম

গাজীপুর মহানগরের কাশিমপুরে মাটির ঘর ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক মাটির ঘরে একাই বসবাস করছিলেন। স্ত্রী ও দুই ছেলে অন্যত্র থাকায় তিনি একাই ছিলেন সেখানে। প্রতিবেশীদের ধারণা, গত রোববার দিবাগত রাতে টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল ধসে পড়লে তিনি মাটিচাপা পড়ে মারা যান। মঙ্গলবার সকালে এক প্রতিবেশী ঘরের একপাশ ভাঙা দেখে ভেতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, ঘরটি পুরোনো ও জরাজীর্ণ ছিল। ভারি বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।