মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি, জেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। এ প্রতিযোগিতায় জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও নতুন প্রতিভা অন্বেষণ করা হয়।