ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মতবিনিময় সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:০২ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।

এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার।

চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার ইলিয়াছ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার প্রমুখ।