ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

দেশের পথে খালেদা জিয়া (ভিডিও)

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:৪৪ পিএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

আকাশে থাকা এয়ার অ্যাম্বুলেন্স থেকে পাঠানো একটি ভিডিও রূপালী বাংলাদেশের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের একটি সিটে বসে আছেন খালেদা জিয়া। আর তার মুখোমুখি সামনের সিটে বসে আছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। জোবাইদার পাশের সিটে বসা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার মুখোমুখি সামনের সিটে বসে আছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। ছবি: সংগৃহীত

তাদের বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়  অবতরণ করার কথা রয়েছে।
 
এরআগে লন্ডন থেকে হাসি মুখে বিদায় নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিন স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় দেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারা।

এসময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদায় নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

তার আগে দেশের উদ্দেশে লন্ডনের ছেলে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরে আসেন খালেদা জিয়া। প্রাইভেটকারে নিজে ড্রাইভ  তাকে বিমানবন্দরে পোঁছে দেন তারেক রহমান।

 

নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও বিমানবন্দরে খা‌লেদা জিয়া‌কে বিদায় জানাতে এদিন সকাল থে‌কেই জড়ো হয়েছিলেন ইউরো‌পের বিএন‌পির নেতাকর্মীরা।

মা বেগম খালেদা জিয়াকে প্রাইভেটকারে নিজে ড্রাইভ বিমানবন্দরে নিয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি প্রধান। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরে ২৫ জানুয়ারির থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ফলে যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া।

ভিডিও দেখতে ক্লিক করুন