ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

ধেয়ে আসছে শক্তিশালী দুটি ঘূর্ণিঝড়!

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:২২ এএম
রূপালী বাংলাদেশ। ছবি : সংগৃহীত

চলতি মাসেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র গতিতে আঘাত হানতে পারে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত বুধবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি বা দুটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে মে মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া তিন থেকে পাঁচদিন হালকা কালবৈশাখী ঝড়ও হতে পারে।

তাপপ্রবাহের দিক থেকেও এ মাসটি বেশ উষ্ণ থাকতে পারে বলে জানানো হয়েছে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

তাপমাত্রার দিক থেকে মে মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।