ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

সেনাদের গাজা দখলের ‘হুকুম’ দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:৩১ পিএম
গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে ‘সর্বাত্মক সামরিক অভিযান’ পরিচালনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভা। মূলত এর মধ্য দিয়ে গাজা দখল করে নিজেদের অন্তর্ভুক্ত করবে ইসরায়েল। এজন্য অন্তত ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ।

সোমবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তির বরাতে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ক্যান এই খবর প্রচার করেছে।

‘সর্বাত্মক সামরিক অভিযানের’ জন্য কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা ও হামাসকে পরাজিত করতে ‘সামরিক চাপ বাড়াবে’ সৈন্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী ১৩-১৬ মে মধ্যপ্রাচ্য সফরের পরেই এটি বাস্তবায়নে নেমে পড়বে আইডিএফ। গতকাল রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে গাজা দখলের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এর আগে, শুক্রবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক পরিকল্পনার অনুমোদন দেন।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল যামির বলেছেন, গাজায় সামরিক অভিযান বৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইতোমধ্যে সংরক্ষিত বাহিনীর (রিজার্ভ ফোর্সেস) হাজার হাজার সদস্যকে ফোন করে তলব করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পুরো গাজা দখল করে অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার পরিকল্পনায় অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট।

দুই কর্মকর্তা বলেছেন, পরিকল্পনায় লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার কারণে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা এ কথা বলেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় অভিযান তীব্রতর করার পরিকল্পনাকে ইসরায়েলি কর্মকর্তা এই অঞ্চল ‘বিজয়ের’ পরিকল্পনা বলে অভিহিত করছেন।

তারা বলছেন, ‘সর্বাত্মক সামরিক অভিযানের’পরিকল্পনায় ‘অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গাজা উপত্যকা জয় ও অঞ্চলগুলো দখল করা, গাজার জনসংখ্যাকে তাদের সুরক্ষার জন্য দক্ষিণে স্থানান্তর করা’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বেশ কয়েকজন মন্ত্রীর সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা গাজার বর্তমান নিয়ন্ত্রক হামাসকে পরাজিত করে জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে এই পরিকল্পনাটি ‘সর্বসম্মতভাবে অনুমোদন’ করেছে।

সরকারি সূত্র জানিয়েছে, পরিকল্পনায় ‘হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলা’ অন্তর্ভুক্ত ছিল, তবে এর প্রকৃতি উল্লেখ করা হয়নি।