কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার চেনাব নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তান শনিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টা পর এই পদক্ষেপ নেয় ভারত। সোমবার (৫ মে) এ তথ্য জানায় ভারতের হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, জম্মুর রামবান এলাকায় অবস্থিত বাগলিহার বাঁধে চেনাব নদীর পানি আটকে রাখা হয়েছে। একইসঙ্গে কিশনগঙ্গা নদীর ওপর থাকা অপর একটি বড় বাঁধেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ভারত সরকার।
কিশনগঙ্গা নদী ঝিলাম নদীর একটি শাখা, যার উৎস কাশ্মীরেই।
এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ‘সিন্ধু পানি চুক্তি’-কে কার্যত বাতিল করে দেওয়ার আরেকটি ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিটি পাকিস্তান ও ভারতের মধ্যে ছয়টি নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিতে কার্যকর ছিল।
কিন্তু গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক সন্ত্রাসী হামলার পরদিন ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করে।
জবাবে ২৪ এপ্রিল পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলে, তারা ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করতে পারে। এতে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারত দাবি করেছে, পেহেলগামের ওই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। তবে ভারত এখনো পর্যন্ত কোনো দৃঢ় প্রমাণ হাজির করতে পারেনি।
পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছেন।
এদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তানের শনিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জল, সীমান্ত এবং কূটনীতি- সব দিক থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক এখন চরম উত্তেজনায় পৌঁছেছে।