ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

আইপিএল 

টস হেরে ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:৫১ পিএম
অক্ষর প্যাটেল। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে দিল্লির বিপক্ষে হায়দ্রাবাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের দিনে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠাল প্যাট কামিন্সের দল।

প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য উভয় দলের কাছেই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সোমবার (৫ মে) আইপিএলের ৫৫তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় হায়দ্রাবাদ।  প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দু’দলেরই জয়ের বিকল্প নেই।

এদিকে, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসও প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া। আসরের শুরুতে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষ কয়েকটি ম্যাচে হারিয়ে ফেলেছে তাদের ছন্দ।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি। কাগজে-কলমে শক্তিশালী দল থাকা সত্ত্বেও তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে।

প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি এবং শেষ পাঁচ ম্যাচে দুটি জয় পাওয়ায় তাদের প্লে-অফের আশা কিছুটা এখনো টিকে আছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান, শচীন বেবি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা।

দিল্লি ক্যাপিটালস একাদশ: ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, দুশমন্থা চামেরা, কুলদীপ যাদব, টি নটরাজন।