চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘তরুণদের দক্ষ করে তুলতে গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) যেভাবে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’
সোমবার (৫ মে) সকালে চট্টগ্রামের চকবাজার এলাকায় জিএমআইটির কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র আরও বলেন, চকবাজার আমার আবেগের জায়গা। শৈশব কেটেছে এই এলাকায়। সেই চকবাজারেই জিএমআইটি দক্ষ জনশক্তি তৈরির প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মনির্ভর হয়ে উঠবে। দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। চসিকও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগোচ্ছে। খুব শিগগিরই আমরা একটি মোবাইল অ্যাপ চালু করব, যাতে নাগরিকরা সরাসরি তাদের এলাকার সমস্যার তথ্য জানাতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাহেদুল করিম কচি বলেন, জিএমআইটি চট্টগ্রামে আইটি খাতে বড় ভূমিকা রাখছে। বহু পরিবার আজ কর্মসংস্থান পেয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, বিগত সরকারের নানা বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা গত ১০ বছর ধরে আইটি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে ৪টি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে তরুণ প্রজন্মকে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।