ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ব্রহ্মপুত্রে নৌকাডুবি, বড় বোনের পর পাওয়া গেল ছোট বোনের মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৭:০১ পিএম
বাবা মায়ের সঙ্গে কাশ্মীরা রহমান নীলা ও ফারিয়া রহমান নীহার। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবির ঘটনায় বড় বোনের মৃত্যুর ১৯ ঘণ্টা পর নিখোঁজ থাকা ছোট বোন ফারিয়া রহমান নীহার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে একটি ডিঙ্গি নৌকায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে নামেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান, তার স্ত্রী এবং দুই মেয়ে। নদে চলাকালীন হঠাৎ নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বাবা আবদুর রহমান ও মা নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও ঘটনাস্থলেই প্রাণ হারায় বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৭)। সে গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ছোট মেয়ে ফারিয়া রহমান নীহা, কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী, নিখোঁজ থাকে।

উদ্ধার করা মরদেহ দেখতে ভীড় করছে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও ব্যর্থ হয়। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করে অবশেষে দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, ‘নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল পাঠানো হয়। টানা তল্লাশির পর আজ দুপুরে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

দুই বোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদ তীরের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশু-কিশোরদের কাছে আনন্দের উৎস ছিল, যা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।