ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০১:৫২ পিএম
নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে পাঁচটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার পাঁচটি আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর মেট্রো থানার আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

ঘোষিত প্রার্থীরা হলেন—

গাজীপুর-১ সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশী

গাজীপুর-২ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী

গাজীপুর-৩ গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম

গাজীপুর-৪ সদর মেট্রো থানার আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী

গাজীপুর-৫ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘আমরা গাজীপুরের পাঁচটি আসনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় তারা কাজ করবেন।’