ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার পাঁচটি আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর মেট্রো থানার আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।
ঘোষিত প্রার্থীরা হলেন—
গাজীপুর-১ সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশী
গাজীপুর-২ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী
গাজীপুর-৩ গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম
গাজীপুর-৪ সদর মেট্রো থানার আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী
গাজীপুর-৫ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘আমরা গাজীপুরের পাঁচটি আসনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় তারা কাজ করবেন।’