ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে দুই লাখ পচা ডিম ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনের অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার। তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একাধিক সদস্য অংশ নেন।