মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ মো. হৃদয় মাদবর (২৩) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস (ক্রিস্টাল মেথ), ৪টি মোবাইল ফোন, একটি ছুরি, মাদক সেবনের সরঞ্জামাদি এবং মাদক বিক্রির ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

