ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৬:০২ পিএম
গেপ্তার আসামি মো. স্বপন। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. স্বপন (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (১২ জুলাই) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-১-এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শীলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার মনোহরদী ঋষেরচর এলাকার রেহাজ উদ্দিনের ছেলে।

এর আগে, ১০ জুলাই ভোরে মামলার অপর এক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও স্বপনের ছোট ভাই মো. রুবেল (২৪)-কে গ্রেপ্তার করা হয়। এ মামলার আরও এক আসামি, স্বপনের আরেক ভাই আল-আমিন এখনো পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মনোহরদী ঋষেরচর এলাকায় রুবেল (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মো. স্বপন, রুবেল ও আল-আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সম্প্রতি র‌্যাব-১১ পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।