ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

লাশের দাম ১০ হাজার টাকা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৮ এএম
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে হরিদাসী হালদার (৬০) নামে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরিদাসী হালদার স্থানীয় বাসিন্দা সুখরঞ্জন হালদারের স্ত্রী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।

নিহতের পরিবার জানায়, বিকেলে খালে গোসল করতে যাওয়ার সময় বাড়ির পাশের সুপারি বাগান পার হচ্ছিলেন হরিদাসী। এ সময় সাত-আট দিন ধরে পড়ে থাকা একটি ছেঁড়া বিদ্যুতের তারে তার কান স্পর্শ করলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের দাবি, পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

নিহতের ছেলে রিপন হালদার বলেন, ‘আমরা একাধিকবার অভিযোগ দিয়েছি। কিন্তু কেউ আসেনি। তাদের অবহেলায় আমার মা মারা গেছেন।’

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ অফিসের এক ইলেকট্রিশিয়ান লিটন ঘটনাটি অবহেলা করেছেন। অভিযোগ দেওয়ার পরও ছেঁড়া তার ঠিক করতে কোনো পদক্ষেপ নেননি তিনি। ঘটনার পর বিদ্যুৎ অফিসের লোকজন এসে দ্রুত সংযোগ দিয়ে এলাকা ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আহত হন তার নাতি অনিক হালদার। পরে স্থানীয়রা হরিদাসী হালদারকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নাজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই। তবে অফিস হয়তো পরিবারের সঙ্গে সমঝোতা করবে।’

অন্যদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বিষয়টি জানি না, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।’

তবে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ‘গতকাল রাতে বিদ্যুৎ অফিসের লোকজন ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। একটি প্রাণের মূল্য কি মাত্র ১০ হাজার টাকা? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’

স্থানীয়রা বলছেন, পল্লী বিদ্যুতের এমন গাফিলতি নাজিরপুরে নিয়মিতই ঘটছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যেন এ ধরনের অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।