ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক দশক আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করে সরকার। প্রকল্পের ব্যয় হয়েছিল প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। তবে আমদানির মাত্র পাঁচ-ছয় মাস পর থেকেই ট্রেনগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নতুন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকায় একাধিকবার মেরামতের চেষ্টা করেও ট্রেনগুলো সচল রাখা যায়নি। তিন বছর আগে স্থায়ীভাবে সব ডেমু ট্রেন অচল হয়ে যায়।
দুদক জানায়, ডেমু ট্রেন প্রকল্প বাস্তবায়নের পেছনে ব্যক্তিগত স্বার্থই ছিল মূল উদ্দেশ্য, যা রাষ্ট্রীয় অর্থের বড় ক্ষতির কারণ হয়েছে।