ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরে পদ্মরাগ ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:০৩ এএম
লাইনচ্যুত ট্রেন। ছবি- সংগৃহীত

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে চরম অচলাবস্থার সৃষ্টি হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনার পর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পদ্মরাগ ট্রেনের পাঁচ শতাধিক যাত্রীসহ এ রুটের অন্যান্য যাত্রীরা।

দীর্ঘ ১১ ঘণ্টার উদ্ধার অভিযানের পর রাত সাড়ে ১১টার দিকে দুটি রিলিফ ট্রেনের সহায়তায় বগি উদ্ধারের কাজ শেষ হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নিয়োজিত রেলওয়ে কর্মীরা।

রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছালে একই সময়ে অন্য দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আসায় সেটিকে দুই নম্বর লাইনে অবস্থান করতে হয়। পরে দোলনচাঁপা ছেড়ে গেলে পদ্মরাগ ট্রেনটি চলতে শুরু করে। কিন্তু ১ নম্বর লাইন থেকে ২ নম্বরে ক্রসিংয়ের সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার পেছনে পচা কাঠের স্লিপার, ট্র্যাকে পাথরের অভাব এবং দীর্ঘদিন ধরে মেরামতের অভাবকে দায়ী করছেন যাত্রীরা ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের স্লিপারগুলো ছিল পচা, ট্র্যাকে পাথর ছিল না এবং রেলের লাইন ছিল মরিচা ধরা।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, বরাদ্দ থাকলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রেল কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করেন,  এর ফলেই ঘটেছে এই দুর্ঘটনা।

দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আতঙ্কে অনেক যাত্রী বগি থেকে লাফিয়ে নামেন। অনেকে তাদের মালামাল হারান, আবার কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

উদ্ধারকাজে অংশ নিতে লালমনিরহাট ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়। উদ্ধার কার্যক্রমের সময় রেলওয়ের রুহুল আমিন নামে একজন কর্মী গুরুতর আহত হন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। লালমনিরহাট ডিভিশনের পরিবহন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গঠিত এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে লাইনের ত্রুটি, বগির ত্রুটি এবং সিগন্যাল সমস্যাকে কেন্দ্র করে তদন্ত চালানো হচ্ছে।

ঘটনার কারণে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন রুটে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় সমন্বয় করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ রেলওয়ের ২৮০০ কিলোমিটার রেলপথের মধ্যে ১৪২৭ কিলোমিটার রয়েছে পশ্চিমাঞ্চলে, এর অধিকাংশই মিটার গেজ। আর এই গেজগুলোর অবস্থা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দুর্ঘটনাটি এ রকম পরিস্থিতির একটি প্রমাণ, যা অবিলম্বে সংস্কার প্রয়োজন বলে দাবি জানায় স্থানীয়রা।