ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নৌকায় আগুন লেগে প্রাণ গেল ৫০ শরণার্থীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:০৫ এএম
সমুদ্রে টহল দিচ্ছে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরা। ছবি- সংগৃহীত

লিবিয়া উপকূলে সুদানি শরণার্থীদের বহনকারী একটি নৌকায় আগুন লেগে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকায় ৭৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইওএম-এর লিবিয়া শাখা জানিয়েছে, ‘সমুদ্রপথে এমন ট্র্যাজেডি বন্ধ করতে জরুরি পদক্ষেপ প্রয়োজন।’

এদিকে, গত মাসেই ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়। এ ছাড়া নিখোঁজ হন আরও অনেকে।

আইওএম-এর তথ্য অনুযায়ী, শুধু গত বছরই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন শরণার্থী ও অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা এই পথকে সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।

লিবিয়া বর্তমানে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসীর আবাসস্থল। সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটি আফ্রিকা থেকে ইউরোপগামী শরণার্থী ও অভিবাসীদের জন্য ট্রানজিট রুটে পরিণত হয়েছে। গাদ্দাফির আমলে আফ্রিকার শ্রমিকরা তেলসমৃদ্ধ এই দেশে কাজ পেতেন, কিন্তু তার ক্ষমতাচ্যুতির পর প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘর্ষে দেশটি অস্থির হয়ে ওঠে।