ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবল বিশ্বে ইসরায়েলকে বর্জনের ডাক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:৩৫ এএম
‘গেমওভার ইসরায়েল’ প্রচারাভিযানের অংশ হিসেবে নিউইয়র্কের টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে ফুটবল থেকে ইসরায়েলকে বর্জনের আহ্বান জানানো হয়। ছবি- সংগৃহীত

এবার বিশ্বের জনপ্রিয় খেলার জগতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক বৈশ্বিক বর্জন আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার মানবাধিকার সংগঠন, সমর্থক সংগঠন, সাবেক ফুটবলার ও প্রভাবশালী ব্যক্তিদের সমন্বয়ে নয়টি বড় ফুটবল খেলুড়ে দেশের জোট আনুষ্ঠানিকভাবে চালু করেছে হ্যাশট্যাগ ‘গেমওভার ইসরায়েল’ প্রচারাভিযান। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড ও স্পেনের মানবাধিকার ও ভক্ত সংগঠনগুলো এই উদ্যোগে যুক্ত হয়েছে। তারা নিজেদের দেশের ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েলের জাতীয় দল ও ক্লাবগুলোর সঙ্গে খেলা বর্জন এবং ইসরায়েলি ফুটবলারদের ঘরোয়া লিগে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রচারাভিযানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর লক্ষ্য ফিলিস্তিনিদের জীবন ও অবকাঠামোর ওপর ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে নীতিগত অবস্থান গ্রহণ, যার মধ্যে গাজার ক্রীড়া সুবিধা ও ক্রীড়াবিদদের ওপর হামলাও অন্তর্ভুক্ত।

আরও বলা হয়, ফুটবল ভক্তদের সমন্বিত শক্তির মাধ্যমে সারা বিশ্বের সাধারণ মানুষ স্থানীয় বিক্ষোভে যোগ দিয়ে এবং ফুটবল ফেডারেশনগুলোর ওপর চাপ সৃষ্টি করে জবাবদিহি দাবি করতে পারে।

জাতিসংঘের সাবেক বিশেষ দূত রিচার্ড ফক বলেন, ‘গণহত্যার সময় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো লজ্জাজনকভাবে ইসরায়েলকে সহায়তা করেছে। ইউরোপ ও বিশ্বজুড়ে ফুটবল ফেডারেশনগুলোকে বর্জনের আহ্বান জানানো একেবারেই বৈধ এবং নৈতিকভাবে জরুরি।’

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর ইউরোপের বাড়তে থাকা চাপের প্রেক্ষাপটে এই প্রচারাভিযান সামনে এসেছে। গত আগস্টে ইতালির ফুটবল কোচদের সংগঠন দেশটির ফেডারেশনের উদ্দেশে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বরখাস্ত করার আহ্বান জানায়।

স্পেন গাজা যুদ্ধ বন্ধে ৯টি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞাও রয়েছে। হ্যাশট্যাগ ‘গেমওভার ইসরায়েল’ স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে নরওয়ের ফেডারেশন জানিয়েছে, ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রির অর্থ গাজার মানবিক সহায়তায় দান করা হবে।

জাতিসংঘের সাবেক মানবাধিকার কর্মকর্তা ক্রেইগ মোকহিবার বলেন, ‘আমরা ইতিহাসের এক অন্ধকার সময়ে বাস করছি, যেখানে একটি জাতি বর্ণবৈষম্যের শৃঙ্খলে বন্দি হয়ে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ বলতে পারবে না যে আমরা জানতাম না। এই পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকা মানে সহায়তা করা।’