শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ক্ষুধার্ত জয়নব, মায়ের কোলেই মৃত্যু
জুলাই ২৭, ২০২৫, ০৭:০৭ এএম
জয়নব আবু হালিব—মাত্র পাঁচ মাস বয়সি এই শিশুটির কী দোষ ছিল, তা কেউ বলতে পারে না। সে জানে না, সংঘাত মানে কী, নির্মমতা মানে কী। শুধু জানে মায়ের কোলেই মিলবে প্রশান্তি, মিটবে ক্ষুধা। কিন্তু সেই ক্ষুধা নিবারণে মায়ের কিছুই করার ছিল না। কারণ, সামনে দখলদার ‘ইসরায়েলি’ বাহিনীর বাধা। আর সেই...