আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়ে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত দুদিন বাড়তি ছুটি মিলবে।
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান দিনটি বন্ধ রাখবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে। ফলে শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহের টানা ছুটি কাটানোর সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটির সময়সূচি নিজ নিজ সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর অনেকেই একই সময়ের আশপাশে ছুটি ঘোষণা করে থাকে, ফলে সেখানেও শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিসগুলোতেও টানা ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরাও টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। এতে দেশের অভ্যন্তরে পর্যটন স্পটগুলোতে ভ্রমণপ্রিয় মানুষের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এবারের ছুটি অনেক শিক্ষার্থীকে নিজ বাড়ি ও গ্রামের বাড়িতে গিয়ে পূজা উদ্যাপন, পারিবারিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক উৎসবে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। পাশাপাশি এই দীর্ঘ ছুটিতে অভিভাবকরা সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবেন, যা পরিবারের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করবে।