ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি উল্লেখ করে একে অন্যের প্রশংসা করেন। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দারুণ ফোনালাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ!’
এর আগে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’
এই শুভেচ্ছা বিনিময়ের কয়েক ঘণ্টা আগেই নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা। ভারত সরকার এই আলোচনাকে ‘ইতিবাচক ও ভবিষ্যৎমুখী’ বলে আখ্যা দিয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রধান আলোচক ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ভারত সফর করে। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দ্রুত পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য চুক্তি করতে প্রচেষ্টা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।’
গত মার্চ-এপ্রিলে শুরু হওয়া এই আলোচনা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে কিছুদিন থমকে ছিল। তবে সাম্প্রতিক পারস্পরিক প্রশংসার বার্তার পর আলোচনায় নতুন গতি এসেছে বলে দুই দেশের কূটনৈতিক মহল মনে করছে।