ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দাবি আদায়ে সারাদেশে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৫৭ পিএম
কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

কারিগরি শিক্ষা ব্যবস্থার ‘চলমান অবমূল্যায়ন’ ও ‘প্রকৌশল পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বঞ্চনার প্রতিবাদে’ উত্তাল হয়ে উঠেছে দেশের রাজপথ ও রেলপথ। তাদের দাবিগুলোকে কেন্দ্র করে জেলায় জেলায় বড় ধরনের অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়, এর ফলে স্থবির হয়ে পড়ে যানবাহন ও রেল চলাচল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রাজপথে নেমে আসেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তেজগাঁওয়ে অচলাবস্থা

রাজধানীর গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়ে আজ বুধবার সকাল ১১টা থেকে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দিতে থাকেন। এর ফলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তারা।

এ সময় চার দফা দাবি নিয়ে তারা নিজেদের অবস্থান চালিয়ে যান। তাদের আন্দোলনে শিক্ষকরা সমর্থন জানিয়ে তারাও অংশ নেন। 

দিনাজপুরে রেল ও মহাসড়ক অবরোধ

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৯টায় রেলপথ অবরোধ দিয়ে শুরু হয় কর্মসূচি। কিছুক্ষণ পরই দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এতে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস আটকে পড়ে স্টেশনে। প্রায় দুই হাজার যাত্রী এ সময় দুর্ভোগে পড়েন। একই সঙ্গে শহরের প্রধান সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট।

দুপুর পর্যন্ত চলা এই অবরোধে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা। মাইক ব্যবহার করে তারা সাত দফা দাবির ব্যাখ্যা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তবে তাৎক্ষণিকভাবে অবরোধ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষার্থীরা।

গাজীপুরেও উত্তাল রাজপথ

একই দাবিতে গাজীপুরের জয়দেবপুরে শিক্ষার্থীরা চন্দনা চৌরাস্তা অবরোধ করেন দুপুর ১২টার দিকে। ফলে ঢাকার সঙ্গে জয়দেবপুর ও শিমুলতলী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ডুয়েট গেট থেকে শুরু করে ভুরুলিয়া রেল গেইট, শিববাড়ি হয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘কারিগরি শিক্ষাকে পেছনে ফেলে একটি বিশেষ গোষ্ঠী প্রকৌশল ক্ষেত্রকে একচেটিয়া করতে চাইছে। এটা শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর সরাসরি হুমকি।’

তারা আরও জানান, ‘যারা ষড়যন্ত্র করে এই খাতকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।’

বরিশালে বিক্ষোভ

এদিকে ৭ দফা দাবির সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।’

তারা আরও বলেন, ‘অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।’