ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:২৩ পিএম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুধারাম থানার সামনে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এর আগে একই দাবিতে দুই দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা।

বক্তারা অভিযোগ করেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি আশপাশের গরিব ও শ্রমজীবী পরিবারের সন্তানদের একমাত্র শিক্ষা ভরসা। অথচ প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ নিয়মবহির্ভূতভাবে ভর্তি ফি আদায়, সহকারী নারী শিক্ষকদের হেনস্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং রশিদবিহীন চাঁদা আদায়ের মতো নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

তারা আরও অভিযোগ করেন, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও তিন থেকে ছয় মাস পর্যন্ত টিউশন ফি আদায় করা হয়েছে। এ ছাড়া অফিস সহকারী ইখতিয়ারের সহযোগিতায় ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

অভিযোগকারীরা বলেন, এসব বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক মোবাইলে অভিযোগ সংগ্রহ করে সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের ভয়ভীতি এবং হয়রানি করে আসছেন। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’