পেশাদার ফুটবল দলের পরিচয় দিয়ে জাপানে প্রবেশের চেষ্টা করায় ২২ জন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এর আগে জাপানি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নকল ভ্রমণ নথি শনাক্ত করার পর তাদের দেশে ফেরত পাঠায়। বুধবার সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা ফুটবল জার্সি পরে দাবি করেছিলেন, তারা পাকিস্তান ফুটবল ফেডারেশনের নিবন্ধিত খেলোয়াড় এবং জাপানের একটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে যাচ্ছেন। তবে জিজ্ঞাসাবাদের সময় জাপানি কর্তৃপক্ষ প্রতারণার তথ্য উদঘাটন করে।
এফআইএর মুখপাত্র জানিয়েছেন, প্রধান সন্দেহভাজন মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ফুটবল ক্লাব নিবন্ধন করেছিলেন। এরইমধ্যে তাকে গুজরানওয়ালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আলী নামের এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রতারকরা প্রতিজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ রুপি নিয়েছিল।
ওয়াকাস জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে একই পদ্ধতিতে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন।
পাকিস্তান থেকে প্রতিবছর অসংখ্য মানুষ অবৈধ পথে বিদেশে পাড়ি দেয় এবং অনেকে প্রাণ হারান। মানবপাচার রোধে এবং সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনার জন্য জাতিসংঘ সম্প্রতি পাকিস্তানে ‘ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশন’ চালু করেছে, যা পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।